নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর গোদাগাড়ী থানার যুবতীকে গণধর্ষণ মামলার পলাতক আসামী মামুন আলীকে নাটোর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। গতরাতে শহরের কানাইখালী শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন আলী রাজশাহীর গোদাগাড়ী থানার তাজেন্দ্রপুর মহল্লার বারিক হোসেনের ছেলে। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান র্যাব।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মওদুদ জানান, গত ১০ ফেব্রুয়ারী বিকেলে ভিকটিম তার বাড়ীর পাশের একটি কৃষি জমিতে ছাগলকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে যায়। এ সময় সেখানে আগে থেকেই ঘাস কাটছিল ভিকটিমের প্রতিবেশী সাদ্দাম হোসেন নামে এক যুবক। পরে সাদ্দাম হোসেন ভিকটিমকে একা পেয়ে মুখে গামছা পেচিয়ে পাশের ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় সেই জমি দিয়ে যাওয়ার সময় মামুন আলী ঘটনাটি দেখতে পায় এবং তাকে ধর্ষন করতে না দিয়ে ঘটনাটি সবাইকে জানিয়ে দিবে বলে জানায়। পরে মামুন আলী ও সাদ্দাম হোসেন দুইজনই গৃহবধুকে একাধিকবার ধর্ষন করে ফেলে রেখে চলে যায়। পরে ভিকটিম বাড়ীতে গিয়ে ঘটনাটি তার মাকে জানালে ভিকটিমের মা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তারা দুইজনই আত্মগোপনে চলে যায়। পরে পুলিশ আসামীদের গ্রেফতারে র্যাবের সহযোগিতা চায়। পরে র্যাব গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামুন আলীকে গ্রেফতার করে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়।