নওগাঁর রানীনগরের জনকল্যানমূলক প্রতিষ্ঠানের ম্যানেজারকে মারধর করে টাকা পয়সা ও আসবাবপত্র লুটের ঘটনায় ৫ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-৫ ,সিপিসি- ২ নাটোর ক্যাম্প। মঙ্গলবার রাতে নওগাঁ জেলার রানীনগর থানার পশ্চিম বালুভরা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা সহ লুট করে নেওয়া মালামাল উদ্ধার করা হয়।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মজর সানরিয়া চৌধুরী ও কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ দীর্ঘ দিন ধরেই এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো। নওগাঁর রানীনগর থানার পশ্চিম বালুভরা গ্রামের “ডাক্তার সেবা” নামক একটি জনকল্যানমূলক প্রতিষ্ঠান ম্যানেজারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ২৫ হাজার টাকা চাঁদা নেয়। পরে তারা আরো ৫ লাখ টাকা চাঁদা দাবী করে এবং ম্যানেজারকে মারধর করে। সেই দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা ওই প্রতিষ্ঠান থেকে আসবাবপত্র, নগদ টাকা, অফিসিয়াল নথিসহ সবকিছু লুট করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাটি জানতে পেরে র্যাব – ৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার এবং লুটকৃত মালামাল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন ওই এলাকার লুৎফর রহমান, মাসুম @ নাজমুল হক, নয়ন আলী, আব্দুর রহিম ও আসাদুল হক। নামে রানীনগর থানায় চাঁদাবাজী, ছিনতাই, খুন, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।