নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনসনের দাবিতে নাটোরের ৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের মতকর্মসূচি চলছে। আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকল নাগরিক সেবা বন্ধ রেখে একযোগে নাটোর প্রেসক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। এক র্মসূচি চলবে দুপুর ১ টা পর্যন্ত। কর্মসূচি চলাকালে তারা তাদের দাবীর সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন। এসময় বক্তারা বলেন, অনেক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঠিকমত বেতনও পান না। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় বক্তারা সরকারের কাছে তাদের ন্যায্য দাবী মেনে নেওয়ার আহবান জানান। এর আগে তারা এক মানববন্ধন কর্মসূচিও পালন করে। এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েনের নাটোর ইউনিটের সভাপতি প্রভাত কুমার চন্দ, জেলা শাখার সভাপতি জুলফিকুল হায়দার বাবুসহ ৮টি পৌরসভার নেতৃবৃন্দ ও কর্মকর্ত-কর্মচারীরা। উল্লেখ্য আজ ২ জুলাই মঙ্গলবার সকাল ৬ টা থেকে ৩ জুলাই সকাল ৬ টা পর্যন্ত পৌরসভার সড়ক বাতি ও কঞ্জারভেন্সী সহ সকল সেবা কার্যক্রম বন্ধরেখে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। এর পরেও যদি তাদের দাবী পূরণ করা না হয় তাহলে আগামী ১৪ জুলাই সকল পৌরসভার সেবা কার্যক্রম বন্ধ রেখে ঢাকায় অবস্থান কর্মসূচিপালন করা হবে বলেও জানান তারা।