তিনি এখন থেকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (৯ই অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহেরের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বদলির এই আদেশ দেয়া হয়।
২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন মো. সারোয়ার আলম। ২০১৫ সাল থেকে তিনি র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
খাদ্যে ভেজালবিরোধী অভিযান ও দুর্নীতিবিরোধী অভিযানের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এছাড়া করোনাভাইরাস মহামারির মধ্যে করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি করা রিজেন্ট হাসপাতালেও তার নেতৃত্বেই অভিযান পরিচালিত হয়।
সবশেষ নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের বাসায় অভিযান চালানো হয় তার নেতৃত্বে।