ডেস্ক নিউজ
করোনা ভাইরাসের সংকটের সময়ে লকডাউনের মধ্যেই চট্টগ্রামের চন্দনাইশে অনুষ্ঠিত হয়ে গেলো ইফতার পার্টি। শুক্রবার সন্ধ্যায় এই উপজেলার ২ নং জোয়ারা ইউনিয়নের এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। স্থাণীয়রা জানিয়েছেন, ইফতারে আশপাশের এলাকা থেকে প্রায় কয়েকশত মুসল্লী উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন খালেদের উদ্যোগে এই ইফতার পার্টি আয়োজন করা হয়। স্থাণীয়দের সকাল থেকে দাওয়াত দিয়েই সন্ধ্যায় এই আয়োজন করা হয়। এবং এক্ষেত্রে এলাকাবাসী প্রতিবাদ জানালেও তাদেরকে ভ্রুক্ষেপ করে লকডাউনের মধ্যেই এই ইফতার অনুষ্ঠিত হয়। তবে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী জানান, এই ধরনের কোন সংবাদ তিনি পাননি। পেলে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে এধরণের অনুষ্ঠান আয়োজন গর্হিত অপরাধ। আয়োজনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়ায় জোয়ারা ইউনিয়ন এর চেয়ারম্যান আমিন আহমদ রোকন এর সাথে যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায়নি।