নিউজ ডেস্কঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে মোঃ অহিদুল ইসলাম নামে এক বিএনপি নেতা আওয়ামী লীগে যোগদান করেছেন। তিনি উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
রবিবার (১৮ আগস্ট) রাতে রামগঞ্জ থানার সামনে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।
নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল শেখের সার্বিক তত্ত্বাবধানে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানা।
সাবেক উপজেলা যুবলীগের সদস্য সোহেল রানা সহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লামচর ইউপির পানপাড়া ওয়ার্ড আওয়ামীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, আবদুর রশিদ, যুবলীগ নেতা মোঃ এসহাক, মোঃ নূর আলম প্রমূখ।
এসময় উপস্থিত আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ বিএনপি নেতা অহিদুল ইসলাম আওয়ামী লীগে যোগদান করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।