নাটোর প্রতিনিধি: নাটোরের নব বিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে উন্মুক্ত পদ্ধতি লটারীর মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উন্মুক্ত পদ্ধতি লটারীর মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুজিত কুমার সরকার।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, নারী নেত্রী দিলারা বেগম পারুল, সাবেক শিক্ষক শিবেন্দ্র নাথ চৌধুরি, অভিভাবক সদস্য কাজী আব্দুর রফিক সহ বিদ্যালয়ের শিক্ষকরা।
এবার নব বিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেন মোট ১৪০জন শিক্ষার্থী। এদের মধ্যে থেকে মোট ১২০জনকে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়।