নাটোর প্রতিনিধি :নাটোরের লালপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে গন্ডবিল গ্রামের নাসির শেখের এক মাত্র ছেলে ইমরান শেখ (১৮) গত ২৩শে সেপ্টন্বর ঢাকা, তেজগাঁও রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি।
এ ঘটনায় নিখোঁজের পিতা নাসির শেখের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন তার মাথায় একটু সমস্যা থাকলেও সে মাঝে মধ্যে রাজ মিস্ত্রীর কাজ করে । সে কাজের উদ্দেশ্যেই ২৩ সেপ্টেম্বর ঢাকায় গেছে, কিন্তু কিছু দিন ধরে তার কোন সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছি । এ ব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, পারিবারিক ভাবে সাধারন ডায়েরি করার প্রস্তুতি চলছে । অভিযোগ হাতে পেলেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।