নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ইট বোঝাই পাওয়ার ট্রলিও পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে পাওয়ার ট্রলির চালক বাপ্পি হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছে পিকআপ চালক ও ট্রলির হেলপার। আহতদের মধ্যে জীবন নামে একজনকে আশাঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আহত অপর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার লালপুর-বাঘা মহাসড়কের জামতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত বাপ্পি হোসেন উপজেলার অমৃতপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত জীবন রহিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। অপর আহতর পরিচয় পাওয়া যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ ও স্থানীয়রা জানান, লালপুর থেকে রাজশাহীর বানেশ্বরগামী একটি পিকআপ লালপুর-বাঘা মহাসড়কের জামতলা এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ইট বোঝাই পাওয়ার ট্রলির মুখোঁমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাওয়ার ট্রলির চালক মারা যায় এবং আহত হয় পিকআপ চালক ও ট্রলির হেলপার। স্থানীয়রা ঘটনাটি দেখে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার সহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।