মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে “ মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও করোনা প্রতিরোধে গনমাধ্যম কর্মীদের ভূমিকা”- শীর্ষক মত বিনিময় সভা লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শনিবার বিকেলে অনুষ্ঠিতহয়। প্রেসক্লাব সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেনের সার্বিক পরিচালনায় মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও করোনাকালে গনমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সাহীন ইসলাম,সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা কমিটির সাধারন সম্পাদক সালাহ্ উদ্দিন, লালপুর শাখা কমিটির সভাপতি জামিরুল ইসলাম প্রমুখ।
এ সময় লালপুর উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।