নিজস্ব প্রতিবেদ:
নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষিত তারিখ অনুযায়ী আজ ৩০ জুন রবিবার মনোনয়ন জমা দানের শেষ দিনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় প্রার্থী হিসেবে একমাত্র মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমদাদুল হক। দলীয় ভাবে অন্য কোন দলের প্রার্থী মনোনয়ন জমা দেন নি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন সাবেক সেনা সদস্য আফজালুর রহমান, গোলাম মোস্তফা, সাইফুদ্দিন এহিয়া বাবু ও আশরাফুল ইসলাম ঝন্টু। এছাড়া একই তারিখে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শুন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শেষ দিনে ইউপি সদস্য পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন সাবেক ইউপি সদস্য লিয়াকত হোসেনের স্ত্রী বিলকিস বানু, সাহাদুল ইসলাম,সুরুজ ও জাহাঙ্গীর আলম।