সরকারিভাবে দুই হাজার ২৪০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষমাত্রা নিয়ে নাটোরের লালপুরে কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান-২০২১ শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা খাদ্য গুদামে এ গম সংগ্রহের উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী ডালিম, খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সদস্য ফিরোজ আল হক ভুইয়া, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু,লালপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, আড়বাব ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, ঈশ্বরদী ইউপি আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ।