নাটোরের লালপুরে থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে গাইড বইয়ের স্তুুপ দিয়ে রেখে তা শিক্ষার্থীদের কিনতে বাধ্য করার অভিযোগে তালা ঝুলিয়ে দিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
বিস্বস্ত একটি সুত্রে জানা যায়, নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের গাইড বই কিনতে লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুন্নেছা বাধ্য করতে চাপ দিতে থাকে। সহকারি শিক্ষকদের মাধ্যমে ও নিজে ক্লাসে গিয়ে লেকসার প্রকাশনির গাইড বই কেনার জন্য চাপ দিলে ঘটনাটি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানায়। এমন অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হায়দার আলী রবিবার বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে লেকসার প্রকাশনির গাইড বইয়ের স্তুপ দেখতে পান। প্রধান শিক্ষক বিদ্যালয়ে না থাকায় সহকারি শিক্ষকদের কাছ থেকে বিস্তারিত জেনে ওই কক্ষে তালা লাগিয়ে দেন।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হায়দার আলী বলেন, প্রধান শিক্ষক বছরের শুরুতেই পুস্তুক প্রকাশনির সাথে চুক্তি করে গাইড বই বিক্রি শুরু করেছে। শিক্ষার্থীদের বাধ্য করতে চাই এমন অভিযোগের পর সরজমিন এসে সত্যতা মিলেছে। প্রধান শিক্ষকের রুমেই গাইডের স্তুপ দেয়ায় তালা লাগিয়ে দিয়েছেন।
লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জানের সাথে এ ব্যাপারে কথা বলতে তার অফিসে গেল তাকে পাওয়া যায়নি। পরে বিভিন্নভাবে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও হয়নি। পরে জানা যায় তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার অনুষ্ঠানে ব্যাস্ত রয়েছেন।