নাটোর প্রতিনিধি নাটোরের লালপুরে দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে লালপুর পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান রেজাউল ইসলাম নিহত হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছে। নিহত রেজাউল ইসলাম নওগাঁ জেলার আত্রাই থানার চক শিমলা গ্রামের আহসান আলীর ছেলে। আজ শনিবার বিকেলে এই দূর্ঘটনাটি ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ও স্থানীয়রা জানান,উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডোব বাজার দিয়ে মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোঁমুখি সংঘর্ষ হয়। এতে রেজাউল ইসলাম সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় রেজাউলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর মোটর সাইকেল চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রেজাউলের মরদেহটি স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।