নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নাঈম ইসলাম নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাধবপুর পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈমের বাবা নজরুল ইসলাম বলেন,দুপুর সোয়া ১টার দিকে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় নাঈম। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় সে। নাঈম পানিতে ডুবে গেলে সেখানে গোসল করা তার বন্ধুরা নদী থেকে উঠে এসে বাড়ির লোকজনকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে অজ্ঞান অবস্থায় নাঈমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শাকিলা পারভিন কনা বলেন, পানিতে ডুবে নাঈমের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি সহ গন্যামান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে মরদেহের ময়না তদন্ত না করেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।