নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ১নং ঈশ্বরদী ইউনিয়নের বাকনাই পালপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সন্ধ্যার দিকে এলাকাবাসীর মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহটি ভাসতে দেখে। পরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন মরদেহটি প্রায় পচে গেছে। যার ফলে মরদেহটি কেউ চিনতে পারছেনা। এছাড়াও বর্তমানে নদীতে অনেক পানি ও স্রোত রয়েছে অন্য কোন স্থান থেকে ভাসতে ভাসতে এই এলাকায় আটকে যেতে পারে। প্রাথমিক ভাবে আঘাতের কোন চিহ্ন শরীরে বোঝা যাচ্ছেনা। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।