নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে নিজ বাড়ীতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নাসির উদ্দিন নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত নাসির উদ্দিন উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে। আজ শুক্রবার দুপুরে এই দূর্ঘটনাটি ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সিদ্দিক ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে নাসির উদ্দিনের বাড়ীর বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দেয়।
এ সময় নাসির উদ্দিন সমস্যা সমাধানে নিজেই কাজ করতে যায়। কাজ করার সময় অসাবধানতাবসত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বর্তমানে মরদরহটি হাসপাতালে রয়েছে। ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।