ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০১৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আকতার বানু, মনোয়ার হোসেন মনি, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, আব্দুস সাত্তার, আবু আল বেলাল,আনিছুর রহমান প্রমুখ। সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০১৯ যথাযথ বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির জন্য বাজার এলাকায় লিফলেট বিতরন,মাইকিং সহ বিভিন্ন মাধ্যমে প্রচার কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন।