নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে মায়ের ওপর রাগ করে গলায় মায়ের ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে শিশু জিসান আহমেদ (১০) আত্মহত্যা করেছে। জিসান আহমেদ উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে গ্রামের মহিদুল ইসলামের ছেলে। আজ শনিবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়ীতে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, জিসান আহমেদ ঘরের ভিতরে তার বড় ভাইয়ের সাথে ঝগড়া করছিল। ঝগড়া থামাতে তাদের মা জিসানকে দুইটা চড় মেরে ঘর থেকে বের হয়ে যেতে বলে। এ সময় জিসান তার মায়ের উপর অভিমান করে ঘর থেকে বের হয়ে বারান্দায় গিয়ে মায়ের উড়না গলায় পেঁচিয়ে ফাঁস দেয়। ঘটনাটি পরিবারের সদস্যরা দেখতে পেয়ে আহত অবস্থায় জিসানকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।