শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের মাধ্যমে নাটোরের লালপুরে ময়না যুদ্ধ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ময়না গ্রামে নির্মিত স্মৃতি সৌধে এলাকাবাসিদের নিয়ে দিবসটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি ও এলাকার সুধি জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে উপজেলার ময়না গ্রামে পাকিস্থানী হানাদার বাহিনীর সাথে লালপুর উপজেলার মুক্তিকামী জনতা, ইপিয়ার ও আনসার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। এ যুদ্ধে হানাদারদের ২৫ রেজিমেন্ট ধ্বংস হয় এবংপাকবাহীনির প্রধান মেজর জেনারেল আসলাম হোসেন খান ওরফে রাজা খান জনতার হাতে ধরা পড়ে। পরের দিন ৩১ মার্চ তাকে গুলি করে হত্যা করা হয়। ময়না যুদ্ধে প্রায় অর্ধশত বাঙ্গালী শহীদ ও ৩২ জন আহত হন। সেই থেকে দিবসটিকে ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস হিসাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করে আসছে।