লালপুর সংবাদদাতা:
লালপুরের নাগশোষা শ্রী শ্রী প্রভু বৃন্দাবন সেবাশ্রমে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্ত্তন শুরু হয়েছে।
শুক্রবার ( ৭ জুন) লালপুর উপজেলার ঐতিহ্যবাহী নাগশোষা সেবা আশ্রম চত্বরে সমিত কুমার ঘোষের সভাপতিত্বে উদ্বোধন করা হয়। বগুড়া থেকে আগত মেঘবালার দল লীলা কৃত্তন শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক অনিল কুমার সরকার, সঞ্জয় কুমার, ডাঃ শ্যামল কুমার চৌধুরি, প্রদ্যুৎ কুমার ঘোষ, শংকর কুমার কর্মকার প্রমুখ।
২৪ প্রহর ব্যাপী লীলা কৃত্তন পরিবেশন করবেন দেশের সুনামধন্য দল সিরাজগঞ্জের অধ্যাপক মিহির চন্দ্র, বগুড়ার মেঘবালা দাস সহ গগন কুমার, উওমান্দ দাস, উত্তম কুমারেরর দল। শত শত ভক্তদের আগমনে ভরে উঠেছে আশ্রম প্রঙ্গন।