পদ্মা নদী ভাঙ্গন এলাকা লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপড়া-পানসিপাড়া গ্রামের করোনা ভাইরাস সংকটের কারনে সাময়িক কর্মহীন অসহায় ১৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তা করা হয়। আজ বুধবার সকালে নওপাড়া- পানসিপাড়া সর্ব দলীয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সহায়তা করা হয়। সংগঠনের ৪৯ জন সদস্যের নিজস্ব অর্থায়নে নওপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা প্রাপ্তদের মাঝে বিতরন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
বিতরনকালে উপস্থিতদের উদ্দেশ্যে করোনা ভাইরাস প্রতিরোধে ও স্বাস্থ্য বিধি মেনে চলতে করনীয় বিষয়ে বক্তব্য রাখেন বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজদার রহমান, নওপাড়া- পানসিপাড়া সর্ব দলীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান পলাশ, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, ৪ ওয়ার্ড ইউপি সদস্য আলতাব হোসেন, সংগঠনের সদস্য মুনছুর রহমান,মোখলেছুর রহমান, হাজী ইউনুছ আলী, শফিউল ইসলাম রিপন,হাবিবুর রহমান,নওশাদ আলী, দুলাল শাহ্, আনোয়ার হোসেন, হাসিনুর রহমান প্রমুখ। করোনায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি বক্তারা সমাজের বিত্তবানদেরও প্রয়োজনে একাধিক ব্যক্তির সমন্বয়ে গচ্ছিত অর্থ দ্বারা এ বিপদকালীন সময়ে অসহায়দের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।