নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরের হাসেমপুরে সাপের কামড়ে গোলাপ হোসেন (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত গোলাপ হোসেন একই এলাকার মৃত রহমান মন্ডলের ছেলে। আজ শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় সুত্রে জানা যায়, গোলাপ হোসেন শুক্রবার রাতে উপজেলার হাসেমপুর বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে রাস্তার পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাপের কামড়ের চিহ্ন দেখতে পেয়ে প্রথমে স্থানীয়ভাবে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করে। সেখানে ঝাড়ফুক করার পর তার অবস্থার অবনতি হলে তাকে লালপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরার্মশ দেয়। পরে গোলাপ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।