নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষনের দায়ে সাব্বির আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড সহ ৩০ হাজার টাকা জরিমানা ও অপর আরেকটি ধারায় ১৪ বছর সশ্রম কারাদন্ড সহ ২০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছে আদালত। এ মামলায় আরো দুই জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত সাব্বির আলী লালপুর উপজেলার অমরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। খালাস প্রাপ্তরা হলেন সাব্বির আলীর বাবা আব্দুল মান্নান ও প্রতিবেশী মুক্তার হোসেন।
নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর রাতে লালপুরের দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে নিজ বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায় সাব্বির আলী ও তার সহযোগিরা। এ ঘটনায় ভুক্তভোগির বাবা সাব্বিরের পরিবারের সাথে যোগাযোগ করলে সাব্বিরের বাবা মেয়েকে ফিরিয়ে দিতে রাজি হয়ে সময় ক্ষেপণ করে কিন্তু মেয়েকে ফিরৎ দেয়না। পরে ৭ ডিসেম্বর ভুক্তভোগির বাবা সাদেকুল ইসলাম বাদী হয়ে সাব্বির আলী ও তার বাবা আব্দুল মান্নানের নাম সহ আরো ২/৩জন অজ্ঞা কে অভিযুক্ত করে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অমরপুর গ্রামের নিজ বাড়ি থেকে সাব্বির আলীর বাবা আব্দুল মান্নানকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ২০২১ সালের ১৬ মার্চ রাতে সাব্বিরকে রাজশাহী শহরের রাজপাড়া থানার বহরমপুর গ্রাম থেকে গ্রেফতারসহ ভূক্তভোগি শিক্ষার্থীকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে পুলিশ। দীর্ঘ দিন মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষ।