নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় পাওয়ার ট্রলির চালক শামীম আহমেদের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার লালপুর-বাঘা সড়কের রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আহমেদ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ওয়াজিল আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর -বাঘা সড়কে আসার পথে রহিমপুর এলাকায় সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে পাওয়ার ট্রলির ড্রাইভার আহত হয়।
আহত শামীমকে এলাকাবাসির সহায়তায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী হাসপাতালে রেফার্ড করে। আহতের স্বজনরা রাজশাহী হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যে দুপুর সাড়ে ১২ টার সময় শামীমের মৃত্যু হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।