নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরের পদ্মা নদীতে ধরা পড়লো ১১ কেজি ওজনের একটি আইড় মাছ।
আজ বুধবার ভোরে নদীর রাইটা পাথরঘাটা পয়েন্টে মাছটি ধরা পড়ে। মাছটি লালপুরের পাইকারী মাছ বাজারের আড়তদার ফুরকানের আড়তে নিয়ে আসেন জেলে লিটন আলী।
লালপূর মাছের আড়তে ১১ কেজির মাছটির দাম হাঁকলে ১১৮০ টাকা দরে বিক্রি হয়। মাছটি ১২ হাজার টাকায় ফড়িয়া আছিরুল কিনে নেন।