নাটোর প্রতিনিধি:
পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স সহ অন্যান্য বৈধ কোন কাগজ পত্র না করে অবৈধভাবে ইট ভাটা পরিচালনার অপরাধে নাটোরের লালপুরে ৬টি ইট ভাটায় ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত লালপুর উপজেলায় এই অভিযান পরিচালনা করেন র্যাব-৫ সিপিসি-২ এর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি এস,এম, জামিল আহমেদ জানান, দীর্ঘ দিন ধরেই নাটোরের লালপুরে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনা করে আসছেন কিছু অসাধু ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম উপজেলার কয়েকটি ইট ভাটায় অভিযান চালায়। অভিযানকালে ৬টি ইট ভাটা মালিক পরিবেশ অধিদপ্তরে লাইসেন্স সহ বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
এ সময় ভ্রাম্যমান আালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান ওই ৬ জন ভাটা ব্যবসায়ীদের ৮ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা দেওয়া ইট ভাটাগুলো , লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের এবিএম ইট ভাটা মালিকের দুই লাখ টাকা, এনএবি ইট ভাটার এক লাখ টাকা , মঞ্জিল পুকুর গ্রামের ভিআইপি ইট ভাটার এক লাখ টাকা , পাইকপাড়ার এএইচবি ইট ভাটার এক লাখ টাকা , আব্দুলপুরের এমআরএ ইট ভাটার দুই লাখ টাকা ও এইচবিসি ইট ভাটার এক লাখ টাকা।