নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও মোড়ে সাধারন জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা ও কোভিড ১৯ দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে ৫ দিনব্যাপী ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) শুরু হয়ে সোমবার (১২ এপ্রিল) এ কর্মসূচি শেষ হয়।
প্রেসক্লাবের সভাপতি এ এম রায়হানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় ৫ দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্তুজা লিলি প্রমূখ।
এ সময় হ্যান্ড মাইকের মাধ্যমে দ্বিতীয় ধাপের করোনা সংক্রমন রোধে জনসচেতনতায় করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও সরকার কর্তৃক নিয়মকানুন মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।