নাটোরের লালপুর উপজেলায় আরো একজন স্বাস্থ্য কর্মীর শরীরে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়াটারের পার্ট টাইম স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার ধাপড়ি গ্রামে। তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে থাকতেন। বর্তমানে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে এবং অপারেশন থিয়েটার সহ তার বাড়ী লকডাউন করার জন্য আলোচনা হচ্ছে। আজ মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম জানান, আক্রান্ত স্বাস্থ্য কর্মী নিজেই তার শরীরে করোনা ভাইরাস পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করায়। গত ৫ই মে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়। আজ মঙ্গলবার রাতে ভাইরোলজি বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে ওই স্বাস্থ্য কর্মীর করোনা সনাক্তের বিষয়টি অবহিত করা হয়। তবে তার শরীরে করোনা ভাইরাসেে কোন উপসর্গ ছিলো না। এখন সরকারী নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহন করবেন কতৃপক্ষ। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।