নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাট -১ (পাটগ্রাম- হাতীবান্ধা) আসনের নৌকা প্রার্থী তিনবারের সংসদ সদস্য মোতাহার হোসেনকে পিছনে ফেলে এগিয়ে চলেছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আতাউর রহমান প্রধান। দলীয় নেতা কর্মিদের নিয়ে ভোটার সহ সকল শ্রেণী পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনায় ব্যাপক সাড়া পরেছে তার। ঈগল প্রতীকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সন্ত্রাসী কার্যকলাপে নেমেছে নৌকার প্রার্থী মোতাহার হোসেন এমন অভিযোগ এখন সকলের মুখে মুখে। অবাধ নিরপেক্ষ ও সুস্ঠ নির্বাচন হলে বিপুল ভোটে পরাজয় হবে নৌকার প্রার্থীর এমনটাই বলছে এলাকার ভোটাররা। ভোটারা চায় তাদের মনের মত একজন এমপি। যে সুখে দুঃখে সাধারণ মানুষের সাথে থাকবে। তারা এমন এমপি চাননা যিনি অতিতে নির্বাচনে জয়লাভ করে এমপি হয়ে শুধু নিজের সম্পদের পাহাড় গড়ে।
গতকাল মঙ্গলবার সারাদিন লালমনিরহাট ১ (পাটগ্রাম- হাতীবান্ধা) আসনের বিভিন্ন এলাকা ঘুড়ে সাধারণ মানুষের সাথে কথা বলে এই প্রতিবেদক এমন দৃশ্য তুলে এনেছেন।
ভোটাররা বলেন, তারা নৌকাকে ভালোবেসে ভোট দিয়ে বার বার এমপি করেছেন মোতাহার হোসেনকে। কিন্তু তিনি বার বার জয়লাভ করেই এলাকার মানুষকে ফাঁকি দিয়েছেন। তিনি ঢাকায় বসে অর্থ সম্পদের পাহাড় গড়েছেন আর সাধারণ জনগনের মুখের খাবার কেড়েছেন। তিনি এমপি থাকাবস্তায় তার বড় ছেলে হাতীবান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা শাখার সদস্য মাহমুদুল হাসান সোহাগ এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মোতাহার হোসেন ডিগ্রী কলেজ অধ্যক্ষ সংসদ সদস্যের পিএস আবু বক্কর সিদ্দিক শ্যামল এলাকায় সন্ত্রাসী,চাঁদাবাজী, টেন্ডারবাজী, দখলবাজী করিয়েছেন। তার দলের মানুষও আজ তার সাথে নাই। তিনি আজ জনশুণ্য হয়ে পড়েছে এলাকায়। এবারো তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে নেমেছেন। কিন্তু এবার আর জনগন সেই ভুল করবে না। তারা এবার তাদের মনের মত প্রার্থী পেয়েছেন। এতোদিন নৌকার বিকল্প প্রার্থী বা তাদের পছন্দ মত প্রার্থী না থাকায় সবাই আওয়ামী লীগকে ভালোবেসে তাকে ভোট দিয়েছেন। এবার সেই অবস্থা নেই, এবার আওয়ামী লীগ পরিবারের সন্তান প্রকৃত আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক পেয়েছেন। তারা এবার তাদের মতকরে ভোট দিবেন। ভোট সুষ্ঠ হলে অনেক হিসেব পরিবর্তন হয়ে যাবে। ভোটাররা মনে করেন এবার পাল্টে যাবে এই আসনে চিত্র।
স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আতাউর রহমান প্রধান বলেন, আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব মুখর করতে আমরা প্রতিনয়ত ভোটার সহ সকলের দ্বারে দ্বারে যাচ্ছি ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে কাজ করছি, ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সেখানে নৌকার প্রার্থীর সমর্থকরা সন্ত্রাসী কার্যকলাপ করে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন। এসবের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সংসদ সদস্যের পিএস (সহকারী)। তিনি এমপির পিএস হওয়ার কারণেই কি নির্বাচনী আচরণবিধি এভাবে লঙ্ঘন করছেন? এমন প্রশ্ন করেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান।