ডেস্ক নিউজ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা লালমনিরহাট-১ আসনে তাদের প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী প্রচারনায় প্রকাশ্যে কাজ করছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এমজি মোস্তফার নেতৃত্বে জাপার নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন। সোমবার (২৫ ডিসেম্বর) হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় তাদের দেখা মিলে। প্রতিটি জনসভায় মঞ্চে অতিথির আসনে বসে থাকতে দেখা যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এম জি মোস্তফাকে। তার পিছনে থাকেন হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এবং উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি। তবে তাদের কেউ বক্তব্য না দিলেও জাতীয় পার্টির নেতা-কর্মীরা প্রকাশ্যে মাঠে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের (ঈগল প্রতীকের) পক্ষে। লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। এই আসনে আওয়ামী লীগের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি। এ আসনে জাতীয় পাটির প্রার্থী হাবিবুর বসুনিয়া মনোনয়ন পত্র পত্যাহার করেছেন।