ডেস্ক নিউজ
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ (২০১০ সনের ১ নং আইন) এর ০৬ ধারা অনুযায়ী শর্তসাপেক্ষে প্রস্তাবিত ‘শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনােলজি’ স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শর্তসাপেক্ষে এ অনুমতি প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
শর্তগুলো হলো :
১। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এ বর্ণিত সকল বিধান ও শর্ত মেনে চলবে;
২। প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে অনধিক ২১ (একুশ) সদস্যবিশিষ্ট একটি বোর্ড অব ট্রাস্টিজ গঠন করতে হবে;
৩। পাঠদানের নিমিত্তে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, মিলনায়তন, সেমিনার কক্ষ, অফিস কক্ষ, শিক্ষার্থীদের পৃথক কমনরুম এবং প্রয়ােজনীয় অন্যান্য কক্ষের জন্য পর্যাপ্ত স্থান ও অবকাঠামাে থাকতে হবে;
৪। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫,০০০ (পঁচিশ হাজার বর্গফুট) আয়তনবিশিষ্ট নিজস্ব বা ভাড়াকৃত ভবন থাকতে হবে;
৫। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ৩টি (তিন) অনুষদ এবং উক্ত অনুষদের অধীন কমপক্ষে ৬টি (ছয়) বিভাগ থাকতে হবে;
৬। শিক্ষা কার্যক্রম সম্পর্কিত একটি পরিকল্পনা প্রণয়ন করবে কর্তৃপক্ষ, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক পূর্বে অনুমােদিত হতে হবে;
৭। প্রত্যেক বিভাগ ও কোর্সের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক নির্ধারিত সংখ্যক পূর্ণকালীন যােগ্য শিক্ষক নিয়ােগ করতে হবে;
৮। নিয়ােজিত শিক্ষক অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের মূল নিয়ােগকারী কর্তৃপক্ষের অনুমােদিত ছাড়পত্র কমিশনে জমা দিতে হবে;
৯। বিশ্ববিদ্যালয়ের একটি নিবিড় পাঠক্রম এবং প্রতিটি বিষয় ও কোর্স প্রণয়নসহ প্রত্যেক বিষয়ে মােট আসন সংখ্যা উল্লেখ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ব অনুমােদন গ্রহণ করতে হবে:
১০। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিল হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য কমপক্ষে পাঁচ কোটি টাকা, অন্যান্য মেট্রোপলিটন এলাকার জন্য কমপক্ষে তিন কোটি টাকা এবং সাধারণ এলাকার জন্য দেড় কোটি টাকা যে কোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে।
১১। প্রস্তাবিত বিশ্বদ্যিালয় বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের ক্ষতিকর বিবেচিত হতে পারে এমন কোনো কার্যকলাপে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে অংশগ্রহণ করবে না।
১২। জঙ্গি তৎপরতা বা এই জাতীয় কোনো কার্যকলাপে ব্যক্তি প্রতিষ্ঠানকে কোনোভাবেই পৃষ্ঠপোষকতা করবে না।