দেশের সকল সরকারী ,বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গত দুই মাসের বেতন মওকুফ করার দাবীতে নাটোরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা ছাত্রদল। আজ রবিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল ইসলাম এই স্মারকলিপি গ্রহন করেন। স্মারকলিপি প্রদান কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বেপারী, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।
স্মারকলিপিতে তারা জানান , করোনা মহামারিতে সারা পৃথিবীর মত বাংলাদেশেও লকডাউন চলছে। জীবন বাঁচাতে মানুষকে সামাজিক নিরাপদ দুরত্ব মানতে হচ্ছে। এরফলে দেশের অধিকাংশ মানুষ আজ তাদের আয় থেকে বঞ্চিত। দেশের সকল শিক্ষার্থীর ডিজিটাল ডিভাইস কেনার মত সামর্থ্য নাই। তাই এই মুহূর্তে অনলাইন ক্লাস ভর্তি এবং পরীক্ষা নিতে গেলে অধিকাংশ শিক্ষার্থীই শিক্ষা থেকে বঞ্চিত হবে। অনেক শিক্ষার্থী রয়েছেন যারা প্রাইভেট টিউশনি করে তাদের লেখাপড়ার খরচ জোগান এবং তাদের পরিবারের খরচের একটা অংশ পুরণ করেন। এই করোনাকালে তাদের নিজেদেরই চলতে ক্ষ হচ্ছে। এই মুহুত্বে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু তাদের বেতন বন্ধ নাই। তাদের শিক্ষা প্রতিষ্ঠানে বেতন দিতেই হচ্ছে। এজন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের গত দুই মাসের বেতন মওকুফ সহ দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য দাবি জানান।