ডেস্ক নিউজ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবারও স্বাগত জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অরিন্দম বাগচী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিস্তারিত তথ্য জানান।
তিনি জানান, এবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০১৭ ও ২০১৯ সালেও ভারত সফরে গেলে নরেন্দ্র মোদি প্রটোকল ভেঙে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছিলেন।
এবারও স্বাগত জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সম্মান জানাতে গার্ড অফ অনার দেয়া হবে বলেও জানান অরিন্দম বাগচী।
গার্ড অফ অনারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন রাজঘাটে। সেখানে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাবেন তিনি।
তিন বছর পর ভারত সফরে মন্ত্রী, উপদেষ্টা, উচ্চপর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের বিশিষ্টদের সমন্বয়ে গঠিত এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে চুক্তি ও সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দিল্লির ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজেও যোগ দেবেন তিনি।
সফরে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ ও গুরুতর আহত ভারতীয় সশস্ত্র বাহিনীর ২০০ জন সদস্যের বংশধরের জন্য বাংলাদেশ সরকারের উদ্যোগে মুজিব বৃত্তি প্রদান অনুষ্ঠানেও থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফিরবেন।