নিজস্ব প্রতিবেদক:
“ বিনিয়োগ করি যক্ষা নিমূলে জীবন বাঁচাই সবাই মিলে ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। নাটাব ও ব্র্যাকের সহযোগিতায় সিভিল সার্জন অফিসের সার্বিক তত্বাবধানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ফিরে যায়। পরে সেখানে আয়োজন করা হয় এক আলোচনা সভার। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রোজি আরা খাতুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমান, নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুর রহমান চিনু , ব্র্যাক এড়িরা ম্যানেজার আবুল বাশার,টিবি কনসালটেন্ট ডাঃ আজিরা সুলতানাসহ অন্যান্যরা।