ডেস্ক নিউজ
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সবার সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। যদি আবারও কঠোর লকডাউন দেওয়া হয়, আমাদের কার্যক্রমও সেভাবে চালাব। গতকাল বেলা ১১টার দিকে টাঙ্গাইলে সেনাবাহিনীর অপারেশন কোভিড শিল্ড পর্ব ২-এ আওতায়
টহল কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
এর আগে তিনি হেলিকপ্টারযোগে টাঙ্গাইল স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে সেনা কর্মকর্তাদের নিয়ে শহরের নিরালামোড় ও ভিক্টোরিয়া রোডে টহলরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন ও কুশল বিনিময় করেন।
এ ছাড়া তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সঙ্গে চলমান লকডাউনের বিষয়ে কথা বলেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ৯৮ সংমিশ্রিত ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক পিএসসি।