নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন-“জনগণের সুবিধার্থে বর্তমান সরকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবহিকতায় নাটোরের সিংড়ায় দু’টি সাবমার্সিবল সড়ক নির্মান করা হয়েছে। এর মাধ্যমে এই এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করার সুযোগ পাবে।” তিনি আজ শুক্রবার বিকেলে এলজিইডি’র নির্মিত ২ কোটি ৩ লাখ টাকা ব্যায়ে উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া থেকে ইন্দ্রাসন পর্যন্ত ১কিলোমিটার ৭৫০ মিটার সাবমার্সিবল রাস্তা ও ৯৬ লাখ টাকা ব্যয়ে তাড়াশ-বারুহাস রাস্তা থেকে তিশিখালী পর্যন্ত ‘পানাসি’ প্রকল্পের নির্মিত ১ কিলোমিটার দীর্ঘ সাবমার্সিবল রাস্তার উদ্বোধন করেন। পরে প্রতিমন্ত্রী সাতপুকুরিয়া হাফিজিয় কওমী মাদ্রাাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সভায় যোগ দিয়ে এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানসহ এলজিইিডি ও পানাসি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। পরে প্রতিমন্ত্রী সেখানে এক ইফতার পার্টিতে যোগ দেন।