বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে প্রতিহিংসাপরায়ন হয়ে অন্যায় ও অবৈধভাবে গ্রেফতার এবং আইন বহির্ভুতভাবে মাধ্যরাতে ভ্রাম্যমান আদালতে সাজার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছে নাটোর। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংস্থা,কমিটি ও সাংবাদিকবৃন্দ।
নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন,সিনিয়র সহ সভাপতি এবিএম মোস্তফা খোকন ও সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী আরিফুলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে তার মুক্তির দাবী করেন।
নাটোর প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য,সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ সাংবাদিক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি এস এম মনজুর-উল-হাসান জানান, এ ধরণের ঘটনা কোন ক্রমেই মেনে নেয়া সম্ভব নয়। এ ঘটনায় সাংবাদিকদের যেমন অপমান ও অপদস্ত করা হয়েছে তেমনিভাবে সরকারের ভাবমূর্তিও নষ্ট করেছেন ওই জেলা প্রশাসক। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদসহ দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার দাবী জানান তিনি। পাশাপাশি অনতিবিলম্বে ওই জেলা প্রশাসককে প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তিনি।
এছাড়া সাংবাদিক আরিফুলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি ওহিদুল হক, নলডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সদস্য রানা আহমেদ।