নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মারামারি মামলায় নুর হোসেন শেখ (৫৮) নামের সাজাপ্রাপ্ত এক আসামীকে দীর্ঘ ২৬ বছর পরে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার বেড়াবাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুর হোসেন শেখ টাঙ্গাইলের রবিউল্লা শেখের ছেলে সিংড়া উপজেলার নলবাতা গ্রামের জামাই । মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার বাসিন্দা ছিলেন নুর হোসেন শেখ। তৎকালীন সময়ে গরুর ব্যবসা করার সুবাদে সিংড়া উপজেলার নলবাতা গ্রামে বিবাহ করে বসবাস শুরু করেন তিনি। সেখানে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের হলে নুর হোসেন শেখ গ্রেফতার হয়ে প্রায় ৬ মাস কারাভোগ করেন। পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পরে সিংড়ার বেড়াবাড়ি গ্রামে বসবাস শুরু করেন তিনি। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালতে হাজিরা না দেয়ায় ১৯৯৪ সালে ৩টি ধারায় মোট ৩ বছর ৬ মাসের কারাদন্ডাদেশ দেন আদালত। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা সম্ভব না হলেন দীর্ঘ ২৬ বছর পরে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় সিংড়া থানা পুলিশ। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, নুর হোসেন একজন সাজাপ্রাপ্ত আসামী, দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক ছিল সে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।