সামাজিক নিরাপদ দুরত্ব না মানায় এবং জেলায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে নাটোরের সকল ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল থেকে এই নির্দেশনা কার্যকর শুরু। সোমবার রাতে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এই তথ্য নিশ্চত করেন।
নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, গত ১০মে থেকে মার্কেট ও দোকানপাট সীমিত আকারে খোলার নির্দেশনা দেয় সরকার। সে নির্দেশনা অনুযায়ী নাটোরেও দোকান ও মার্কেট খুলে ব্যবসায়ীরা। বিভিন্ন শর্তে সীমিত আকারে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান ও মার্কেট খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। তবে সীমিত আকারের পরিবর্তে সব কয়টি মার্কেট ও বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়। কোথাও মানা হয়নি সামাজিক দূরত্ব। এতে করে নাটোরে করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে। এরফলে করোনা সংক্রমন রোধে মার্কেটগুলো আবারো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, একদিনে ৩০ জন রোগী সনাক্ত হওয়া সহ এখন পর্যন্ত জেলায় ১৯ জন পুলিশ সদস্য সহ মোট ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।