নাটোরের সিংড়ায় ইউসিসিএ লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১২৭টি সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন। সিংড়া ইউসিসিএ লি: এর সভাপতি আলহাজ জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি পরিতোষ চন্দ্র সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইমরুল হাসান, প্রকল্প কর্মকর্তা আব্দুর রহমান, সাবেক সভাপতি আফছার আলী, পরির্দশক মহন আলী, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা প্রমুখ। বক্তব্য শেষে শ্রেষ্ঠ সমিতি ও পরির্দশককে পুরষ্কার প্রদান করা হয়।