নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচপাকিয়া বিয়াসপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক হোসেন বিয়াসপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে । সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে গোপন সংবাদের মাধ্যেমে জানতে পেরে থানা পুলিশের একটি টিম উপজেলার বিয়াসপাড়া গ্রামের ফারুক হোসেনের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। অভিযযানকালে তার শয়ন ঘর তল্লাশী করে দুই শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত ফারুক হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।