নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় এক হাজার দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি। আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, বিএনপি নেতা ইব্রাহিম আলী, খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুবদল নেতা জয়নুল আবেদীন বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক নিশান প্রমুখ।