নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আব্বাস উদ্দিন সরদার (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্বাস উদ্দিন সরদার সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও স্থানীয়রা জানান, ছেলের মোটরসাইকেলে চড়ে সিংড়া বাজার থেকে শেরকোল বাজারের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ বাবা আব্বাস উদ্দিন সরদার। পথে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় পৌঁছালে সিংড়া থেকে নাটোরগামী একটি কাভার্ড ভ্যান পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্বাস উদ্দিন সরদার মারা যায়। তবে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ছেলে অক্ষত রয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।