নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার বন্দর বাজার এলাকা থেকে ০.৯৫০ কেজি গাঁজাসহ হৃদয় আলী (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল মঙ্গলবার দুপুর ১২ টায় তাঁকে আটক করে। সে নওগাঁ জেলার বদলগাছী থানার কদমগাছী গ্রামের ফরিদ হোসেনের পুত্র। এএসপি মোঃ মাসুদ রানা বলেন, গাঁজাসহ আটকের পরে আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।