নাটোরের সিংড়ায় মেহেরুন খাতুন (১৪) নামের এক গৃহ বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেহেরুন খাতুন উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। নিহতের বাবা নজরুল ইসলাম ও স্থানীয়রা জানায়, গত ৪ মাস পূর্বে নাটোরের আহমদপুরের মিলন হোসেন নামের এক ছেলের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মেহেরুনের।
গত রবিবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে মোহেরুন।বুধবার সকালে বাড়িতে কেউ না থাকায় ঘরের ভিতরে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে সকালে তার ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখে পরিবারের লোকজনের চিৎকার শুরু করে। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে মেহেরুনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেনি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিকসদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে ঘটনার প্রকৃত কারন জানা যাবে বলে জানান তিনি।