নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের গণসংযোগের সময় নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কর্মী সমর্থকদের হামলায় ৮ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়। আজ বুধবার সন্ধ্যার পরে উপজেলার সাঁতপুকুরিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক জানান, উপজেলার সাঁতপুকুরিয়া বাজারে তার কর্মি সমর্থকরা ঈগল প্রতিকে ভোট চেয়ে গনসংযোগ করছিল। এ সময় ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে নৌকা প্রতিকের প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কর্মি সমর্থকরা তাদের বাধা দেয় এবং প্রচারনা চালাতে নিষেধ করে সেখান থেকে তাড়িয়ে দেয়। বাঁধা পেয়ে তারা ফিরে চলে আসার সময় পিছন থেকে তারা আতর্কিত হামলা চালিয়ে তাদের রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় তার সমর্থকদের কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে তারা। আহতরা হল, জুয়েল হোসেন, ফারুক হোসেন, সোহান আলী, রনি হোসেন, শামীম হোসেন, সালাম খান, ফরিদ আলী ও সালাম আলী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এমন একটি ঘটনা তিনি শুনেছেন। বিষয়টি খোঁজ নিবেন তিনি। তবে এখনো কেউ কোন অভিযোগ করেনি থানায়।