তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র নির্দেশনায় সিংড়ায় প্রধান মন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় দুস্থদের মাঝে নাটোর জেলা পরিষদের পক্ষ হতে শনিবার সকালে নাটোরের সিংড়ার উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ২৭০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রীগুলো বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের সদস্য সালাহ্ উদ্দিন আল আজাদ ছানা, সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল ইসলাম ভোলা, চৌগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সিংড়া মডেল প্রেসক্লাব এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিন খান, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব রাজু আহমেদ রেন্টু প্রমূখ। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল,তেল, লাচ্ছা, চিনি,ও সাবান।