নিজস্ব প্রতিবেদক:
তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের মত নাটোরের সিংড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। এসময় আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।