নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আসার খবর শুনে বিয়ের আসর থেকে বর ও বর যাত্রীরা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা আলতাব হোসেনের মুচলেকা নিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। শুক্রবার রাত ৯টার দিকে সিংড়া উপজেলার বিলদহর মৎস্যজীবীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিংড়া উপজেলার বিলদহর মৎস্যজীবীপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। এ সময় স্থানীয়রা বাল্য বিয়ের খবর উপজেলা প্রশাসনকে জানান। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বর ও বরযাত্রীরা পালিয়ে যায়। পরে প্রশাসন বাল্য বিয়ের আয়োজন বন্ধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে রওনা হই। আমাদের আসার খবর শুনে বিয়ের আসর থেকে বর ও বর যাত্রীরা পালিয়ে যান। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা দিয়েছেন ওই ছাত্রীর বাবা আলতাব হোসেন।